ভেষজে স্বাগতম

চাই নিরাপদ পণ্য, এই সৎ স্লোগানকে নিয়ে ভেষজের অগ্রযাত্রা। কিন্তু খুব বেশী আধুনিকতার ছোঁয়ায় প্রকৃতির প্রতি আমরা নিষ্ঠুরতার চরম শীর্ষে পোঁছে গেছি। অথচ প্রকৃতিই আমাদের পরম যত্নে আগলে রাখে। প্রকৃতির নির্মম ছায়া, হিমেল হাওয়ায় আমরা নিজেদের অস্তিত্ব খুঁজে পাই। কিন্তু আমরা দিন দিন প্রকৃতি থেকে অনেক দূরে চলে যেতে চাই। যা আমাদের জন্য তথা সকল জীবের জন্য খুবই হুমকিস্বরুপ। প্রকৃতির প্রতি গভীর প্রেম ও ভালবাসা থেকে ভেষজ চায় প্রকৃতির সাথে মানুষের নিবিড় সেতুবন্ধন। আর এই চ্যালেঞ্জকে সামনে রেখে আধুনিকতার এই যুগেও সমান ভাবে তাল মিলিয়ে ভেষজ কাজ করছে আপনাদের সেবায়।আপনাদের প্রকৃতির সাথে রেখে সরাসরি প্রকৃতির সকল পন্য পোঁছে যাবে আপনাদের হাতের নাগালে। আর আপনাদের হাতের নাগালে প্রকৃতিকে সহজলভ্য ভাবে রাখতে ভেষজ ছুটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে, বন থেকে বনাঞ্চলে, পাহাড় থেকে পর্বতশৃঙ্গে। এই বিশাল পথ চলায় ভেষজ শতভাগ আস্থায় আপনাদের পোঁছে দিচ্ছে খাঁটি, নির্ভেজাল পণ্য। যা আপনার এবং আপনার পরিবারের সুষম ঘাটতি মিটিয়ে প্রানের প্রিয় বাংলাদেশকে রাখবে সুস্থ এবং ভেজাল মুক্ত। যা আগামীর বাংলাদেশের পথ চলাকে সহজ করবে। আর এ সহজ পথ চলায় ভেষজ দিচ্ছে প্রতি পণ্য বিক্রির বিপরীতে অনাথ শিশুকে ১/- (এক টাকা)। এই অবদানে নিজেকে ও শামীল রাখতে, থাকুন ভেষজের সাথে। ভেষজ একটি নিরাপদ পণ্যের সমাহার।

কেন কিনবেন ভেষজ পণ্য? শতভাগ আস্থায়, মানুষের সেবায় এবং দেশের অগ্রযাত্রায় ভেষজ থাকবে সবার সেরা।

শতভাগ প্রাকৃতিক

প্রকৃতির সকল নিরাপদ পণ্য নিশ্চিতে ভেষজ বদ্ধপরিকর।

রাসায়নিক মুক্ত

সকল প্রকার রাসায়নিক এবং কৃত্রিম রং ছাড়াই ভেষজ তৈরী করে আপনাদের পণ্য।

আদি স্বাদ

ঘরোয়া পরিবেশে তৈরি হয় সকল পণ্য। তার গুণাগুণ থাকে অক্ষুন্ন এবং স্বাদে থাকে অতুল্য।

নিবিড় পর্যবেক্ষণ

প্রকৃতি থেকে সংগ্রহ করা পণ্য সমূহ বাছাই করে, অত্যাধুনিক ছাঁকনি দিয়ে বাচাই করা হয়।ফলে পণ্য থাকে ধুলাবালি মুক্ত।

সঠিক মান নিয়ন্ত্রণ

সঠিক তাপমাত্রায় পণ্য প্রস্তুত করে, গ্লাস জারে সংরক্ষণ করা হয় বলে মান তাকে অক্ষুন্ন।

শতভাগ হালাল

ভেষজে সকল পণ্য প্রস্তুত করা হয় শতভাগ হালাল কাঁচামাল থেকে।